Site icon Jamuna Television

দুর্ঘটনার পর মেয়াদোত্তীর্ণ ফেরি সংস্কারের উদ্যোগ

ডুবে যাওয়া আমানত শাহ ফেরি উদ্ধারের পর ছোট খাটো সংস্কার আর ধুয়ে মুছে পরিস্কার করা হচ্ছে। এরপরই মেরামতে পাঠানো হবে ডকইয়ার্ডে। পাশেই মেরামত হচ্ছে বীরশ্রেষ্ঠ রহুল আমিন আর শাহজালাল নামের আরও দুটি রো রো ফেরি।

পাটুরিয়ায় ফেরিডুবির ঘটনার পর সংস্কার কাজে মনোযোগ দিয়েছে বিআইডব্লিউটিসি। অপেক্ষাকৃত দুর্বল ফেরিগুলো মেরামত করা হচ্ছে। এরইমধ্যে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুট থেকে ৪টি রো রো ফেরি পাঠানো হয়েছে ডকইয়ার্ডে। নিয়মিত মেরামত চলছে ভাসমান কারখানাতেও। তবে মেয়াদোত্তীর্ণ ফেরিগুলো জোড়াতালি দিয়ে কতটা সুফল মিলবে তা নিয়ে প্রশ্ন রয়েছে।

বিআইডব্লিউটিসির বহরে থাকা মোট রো রো ফেরির সংখ্যা ১৪টি। যার অধিকাংশই মেয়াদোত্তীর্ণ। এতোদিন জোরাতালি দিয়ে চললেও, ৪০ বছরের পুরনো আমানত শাহ ডুবির পর সর্তক কর্তৃপক্ষ। এরইমধ্যে মেরামতের জন্য নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে পাঠানো হয়েছে ৪টি রো রো ফেরি। যাওয়ার অপেক্ষায় আরও কয়েকটি। এর ফলে ঘাটে দেখা দিয়েছে ফেরি সংকট।

২৭ অক্টোবর পাটুরিয়া ৫ নম্বর ঘাটে যানবাহন নিয়ে ডুবে যায় আমানত শাহ ফেরি। পরে বেসরকারি একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ফেরিটি উদ্ধার করা হয়। মেরামতের পর ফেরিটি পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে আবারও চলবে কিনা, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

Exit mobile version