Site icon Jamuna Television

দুই বছর পর চট্টগ্রামে আবার জমজমাট আবাসন মেলা

দুই বছর বিরতির পর চট্টগ্রামে আয়োজিত আবাসন মেলা আবার জমজমাট। মেলায় ঢল নেমেছে ক্রেতা-দর্শনার্থীর। গ্রাহকদের কাঙ্ক্ষিত সাড়া পাওয়ায় এ খাত আরও চাঙ্গা হবে বলে আশা ব্যবসায়ীদের।

চট্টগ্রামে আবাসন মেলার এমন চিত্র আশার আলো হয়ে দেখা দিচ্ছে এই খাত সংশ্লিষ্টদের। দীর্ঘ দুবছর বিরতির পর আয়োজিত এই মেলা শুরু থেকেই ক্রেতা দর্শনার্থী সমাগমে মুখরিত। অনেকে প্লট ফ্ল্যাট বুকিং দিচ্ছেন মেলাতেই, অনেকে যাচাই বাছাই করছেন।

ছোট এবং মাঝারি আকারের ফ্ল্যাটের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি। তবে আবাসন প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগ প্রকল্পই বড় ফ্ল্যাটের, দামও বেশি। ফলে সাধ আর সাধ্যের সমন্বয় ঘটাতে পারছেন না অনেকে।

তবে করোনা পরবর্তী প্রেক্ষাপটে অনেকে প্রতিষ্ঠান সব ধরনের ক্রেতার কথা মাথায় রেখেই নতুন প্রকল্প নিচ্ছে।

৩ দিনব্যাপী আবাসন মেলায় প্রায় আড়াইশ কোটি টাকার ফ্ল্যাট প্লট বিক্রির লক্ষ্য আয়োজকদের। আবাসন খাতে গত কয়েক বছরের মন্দাভাব কাটাতে এই মেলা ভূমিকা রাখবে বলে আশা ব্যবসায়ীদের। তিন দিনব্যাপী মেলার আজই শেষ দিন।

Exit mobile version