Site icon Jamuna Television

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির গণঅনশন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতির দাবিতে গণঅনশন কর্মসূচি পালন করছে দলটি।

বিএনপির দেশজুড়ে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মসূচিটি পালিত হচ্ছে। সকাল ৯টায় অনশন কর্মসূচি শুরুর কথা থাকলে তার আগে এসেই তারা ফুটপাত ও সড়কের পাশে বসে পড়েছেন। এই কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশও কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

সরকারের কাছে আবেদনের পরও বিএনপি চেয়ারপারসনকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ না দেয়ায় এই কর্মসূচি ঘোষণা দেয় বিএনপি। আজকের উদ্বোধনী বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, খালেদা জিয়া জীবন সঙ্গে লড়াই করছেন। আর ফ্যাসিবাদী সরকার এখনও পর্যন্ত তার চিকিৎসার সুযোগ দিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

শান্তিপূর্ণভাবে এই কর্মসূচিটি বিকাল ৪টা পর্যন্ত পালনের আহ্বান জানান বিএনপি মহাসচিব।

Exit mobile version