Site icon Jamuna Television

আন্দোলনকারীদের হত্যাকারীকে খালাস দিয়েছেন আদালত, যা বললেন বাইডেন

যুক্তরাষ্ট্রে বর্ণবাদ বিরোধী আন্দোলনের সময় নির্বিচারে গুলি চালিয়ে ২ বিক্ষোভকারীকে হত্যা ও একজনকে আহত করার ঘটনায় অভিযুক্ত কাইল রিটেনহাউজকে নির্দোষ ঘোষণা করেছে মার্কিন আদালত।

গত বছর আগস্টে বর্ণবাদ বিরোধী আলোচিত ব্ল্যাক লাইভ ম্যাটার আন্দোলন চলাকালে উইসকনসিনের কেনোশা শহরে স্বয়ংক্রিয় রাইফেল থেকে এলোপাতাড়ি গুলি চালান রিটেনহাউজ। তাতে প্রাণ যায় ২ আন্দোলনকারীর।

আদালতে আত্মপক্ষ সমর্থন করে রিটেনহাউজ বলেন, আন্দোলনরত কয়েকজনের সাথে বাকবিতণ্ডা হয় তার। এসময় আক্রান্ত হয়েই আত্মরক্ষার্থে নিজের রাইফেল থেকে গুলি করেন রিটেনহাউজ। বর্ণবাদ বিরোধী আন্দোলনে গুলি করা সত্ত্বেও হামলাকারীকে নির্দোষ ঘোষণা করায় ক্ষোভ জানিয়েছেন সাধারণ মার্কিনিরা।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘটনা নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আমার নিজস্ব মতামত যাই হোক না কেন, আদালতের সিদ্ধান্তই শেষ কথা। কারণ আমরা আইনের শাসনে বিশ্বাসী।

Exit mobile version