Site icon Jamuna Television

ক্ষেত পরিষ্কার করতে আগুন লাগানোই দিল্লির বায়ু দূষণের কারণ: নাসা

পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে আগুন জ্বালিয়ে ফসলের মাঠ পরিষ্কার করায়ই দিল্লির তীব্র বায়ু দূষণের জন্য দায়ী। শুক্রবার স্যাটেলাইটে পাওয়া ছবি বিশ্লেষণ করে এমন মন্তব্য করেছে মহাকাশ গবেষণা সংস্থা, নাসা।

নাসা জানায়, স্যাটেলাইটের ছবিতে দেখা যায়, রাজ্য দুটি থেকে প্রবল ধোঁয়ার কুণ্ডলী ধাবিত হচ্ছে রাজধানী দিল্লির দিকে। শহরের তীব্র এ দূষণের ৩০ থেকে ৪০ শতাংশ সৃষ্টি হচ্ছে এ ধোঁয়া থেকে।

এদিকে, এখনও ‘খুব খারাপ’ ক্যাটাগরিতে অবস্থান করছে দিল্লির বায়ু মান। কাটেনি ধোঁয়াশা পরিস্থিতি। পরিস্থিতি উন্নয়নে বন্ধ রয়েছে স্কুল-কলেজ, বেসরকারি প্রতিষ্ঠান, যান চলাচল ও তাপবিদ্যুৎ কেন্দ্র। হাসপাতালগুলোতে বাড়তে শুরু করেছে বায়ু দূষণ সংক্রান্ত স্বাস্থ্য জটিলতায় ভোগা রোগীর সংখ্যা।

গত কয়েক বছর ধরেই নভেম্বরের দিকে ভয়াবহ বায়ু দূষণের কবলে পড়ছে ভারতের জনবহুল এ শহরটি।

Exit mobile version