Site icon Jamuna Television

পানির জন্য কুড়িল চৌরাস্তায় রাস্তা বন্ধ করে অবরোধ

পানির জন্য রাস্তা বন্ধ করে অবরোধ করেছে কুড়িল চৌরাস্তা এলাকার বাসিন্দারা। এসময় প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে প্রগতি সরণির গাড়ি চলাচল।
দুপুর এগারোটার দিকে কুড়িল চৌরাস্তায় যান চলাচল বন্ধ করে দেয় ভুক্তভোগী বাসিন্দারা। তারা কলসি ও পানির পাত্র হাতে নিয়ে ওয়াসা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দেয়। এক পর্যায়ে পুলিশের সাথে বিবাদে জড়ান অবরোধকারীরা।

তারা জানান, প্রায় এক সপ্তাহ ধরে পানি নেই কুড়িল চৌরাস্তা এলাকায়। এতে দুর্ভোগে পড়েন তারা। পরে পানি পাবার আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ এলাকাবাসী।

Exit mobile version