Site icon Jamuna Television

কাতালান ডার্বি দিয়ে বার্সার ডাগআউটে অভিষেক হচ্ছে জাভির

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর আজ থেকে আবারও মাঠে ফিরছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের লড়াই। যেখানে স্প্যানিশ লা-লিগায় মুখোমুখি হবে কাতালুনিয়ার দুই ক্লাব বার্সেলোনা ও এসপানিওল।

খেলোয়াড়ি জীবনের পর কোচ হিসেবে আজ বার্সার ডাগআউটে অভিষেক হবে কোচ জাভি হার্নান্দেসের। ক্যাম ন্যু তে রাত ২টায় শুরু হবে এই ম্যাচ।

অভিষেকের প্রথম ম্যাচেই একাদশ গড়তে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ছেন জাভি। ইনজুরির লম্বা তালিকায় মাঠের বাইরে আনসু ফাতি, ওসমান ডেমবেলে, মার্টিন ব্রাথওয়েট ও জার্সিও অ্যাগুয়েরো। দলে যোগ দিলেও জানুয়ারির আগে মাঠে নামতে পারবেন না দানি আলভেজ।

এসপানিওলের বিপক্ষে সমৃদ্ধ রেকর্ড আছে বার্সেলোনার। দুই দলের ২১২ বারের দেখায় ১২৪টি জয় পেয়েছে বার্সা। অবশ্য ৪৪টি জয় আছে এসপানিওলেরও।

চলতি মৌসুমে লা-লিগায় বার্সার অবস্থান সুবিধাজনক নয়। স্প্যানিশ জায়ান্টদের অবস্থান পয়েন্ট টেবিলের নয় নম্বরে। ১২ ম্যাচ খেলে মাত্র ১৫ পয়েন্ট তাদের। অপরদিকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ আছে এই তালিকার দুই নম্বর অবস্থানে। সমান সংখ্যক ১২ ম্যাচ খেলে ২৭ পয়েন্ট কার্লো আনচেলত্তির শিষ্যদের। লা-লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে আছে রিয়াল সোসিয়েদাদ। ১৩ ম্যাচ খেলে ২৮ পয়েন্ট তাদের।

Exit mobile version