Site icon Jamuna Television

বুক জ্বালাপোড়া নিয়ে যা বলছেন গ্যাস্ট্রোলিভার হাসপাতালের পরিচালক

সকালে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে একটি র‍্যালির মাধ্যমে বুকে জ্বালাপোড়া সচেতনতা সপ্তাহের কর্মসূচির উদ্বোধন হয়।

বুকে জ্বালাপোড়া বা গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্স মানুষের একটি দীর্ঘমেয়াদী সমস্যা। তবে সমস্যাটি প্রতিরোধযোগ্য বলে জানিয়েছেন শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. ফারুক আহমেদ।

শনিবার (২০ নভেম্বর) সকালে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে একটি র‍্যালির মাধ্যমে বুকে জ্বালাপোড়া সচেতনতা সপ্তাহের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। র‍্যালি শেষে প্রেস ব্রিফিংয়ে ডা. ফারুক বলেন, সময়মত বুকে জ্বালাপোড়ার চিকিৎসা না করালে খাদ্যনালী সংকুচিত হওয়া থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে। বাংলাদেশে প্রতি ১০০ জনের মধ্যে ২২ জন এ সমস্যায় ভোগেন বলেও জানান তিনি।

এসময় বুকে জ্বালাপোড়ার দূরবর্তী জটিলতা রোধে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ ও জীবনযাত্রা বদলানোর ব্যাপারেও জোর দেন শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. ফারুক আহমেদ।

Exit mobile version