Site icon Jamuna Television

শার্শায় নির্বাচনী সহিংসতায় আহত যুবক মারা গেছেন

যশোরের শার্শায় নির্বাচনী সহিংসতায় আহত এক যুবক মারা গেছে।

শুক্রবার (১৯ নভেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মোশতাক হোসেন নামক ওই যুবেকের। শার্শার বাগআচরা ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী আব্দুল খালেকের সমর্থক ছিলেন মোশতাক।

গত ১৬ নভেম্বর রাতে বাজার থেকে বাসায় ফেরার সময় তার ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এতে গুরুতর জখম হন তিনি। পরে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয় তাকে।

এদিকে, শার্শার গোগা ইউনিয়নে গতকাল স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

Exit mobile version