Site icon Jamuna Television

ডু অর ডাই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ; দেখে নিন একাদশ

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের জন্য এই ম্যাচটি ডু অর ডাই। জিতলে সিরিজে টিকে থাকবে মাহমুদউল্লাহ রিয়াদরা। আর হারলেই সিরিজ খোয়াতে হবে পাকিস্তানের কাছে।

হোম অব ক্রিকেট মিরপুর শের-এ-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। বাংলাদেশ এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামলেও একটি পরিবর্তন রয়েছে পাকিস্তান দলে। গত ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হাসান আলির পরিবর্তে দলে এসেছেন শাহীন আফ্রিদি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরমেন্সের পর পাকিস্তানের বিপক্ষে এই সিরিজে দলে বেশ কিছু পরিবর্তন আনে বাংলাদেশ। অবশ্য তাতেও ভাগ্য পরিবর্তন হয়নি টাইগারদের। সিরিজের প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে চলে গেছে মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনী।

অপরদিকে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে পাকিস্তান। একমাত্র দল হিসেবে সুপার টুয়েলভে জিতেছে সব কয়টি ম্যাচ। বাংলাদেশের মাটিতেও প্রথম ম্যাচে জিতে চনমনে বাবর আজম বাহিনী।

বাংলাদেশ: মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, নাজমুল হাসান শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, আমিনুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।

পাকিস্তান: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, হায়দার আলি, শোয়েব মালিক, খুশদিল শাহ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, হারিস রউফ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

Exit mobile version