
ছবি: সংগৃহীত
আজ প্যারিস সেন্ট জার্মেইন-পিএসজির হয়ে অভিষেক হতে পারে সার্জিও রামোসের। ইনজুরির কারণে লম্বা সময় ধরে মাঠের বাইরে থাকায় এখনও অভিষেক হয়নি এই স্প্যানিশ ডিফেন্ডারের।
মেসির আগেই গ্রীষ্মকালীন দলবদলে রিয়াল মাদ্রিদ ছেড়ে পিএসজিতে নাম লেখান সার্জিও রামোস। কিন্তু তখন থেকেই ইনজুরির সাথে লড়াই করছেন এই স্প্যানিশ তারকা। এরইমধ্যে পিএসজির হয়ে মিস করেছেন ১৩টি লিগ ম্যাচ।
তবে সেই অপেক্ষার পালা হয়তো শেষ হতে যাচ্ছে রামোসের। ইনজুরি কাটিয়ে পূর্নাঙ্গ অনুশীলন সেশনে ফিরেছেন রিয়াল মাদ্রিদের সাবেক এই অধিনায়ক। নঁতের বিপক্ষে ম্যাচে আজ অভিষেক হতে পারে সার্জিও রামোসের।
ফরাসি লিগ ওয়ানে ভাল অবস্থানে রয়েছে রামোসের দল পিএসজি। ১৩ ম্যাচ খেলে দলটির পয়েন্ট ৩৪। দ্বিতীয় অবস্থানে থাকা লিসের চেয়ে পাক্কা দশ পয়েন্ট এগিয়ে আছে মেসি, নেইমার, এমবাপ্পের দল।



Leave a reply