Site icon Jamuna Television

অসুস্থ হয়ে হাসপাতালে রুবেল

ছবি: সংগৃহীত

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে রুবেলকে।

রুবেল হোসেনের স্ত্রী দোলা হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রুবেল। এরপর দ্রুতই হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ইনফেকশনজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি।

লম্বা সময় ধরে জাতীয় দলে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না রুবেল হোসেন। বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি এই ক্রিকেটার।

বাংলাদেশের হয়ে টেস্টে ২৭ ম্যাচে মাত্র ৩৬ উইকেট পেলেও ওয়ানডেতে ১০৪ ম্যাচে ১২৯ উইকেট রয়েছে রুবেল হোসেনের। টি-টোয়েন্টিতে ২৮ ম্যাচ খেলে রুবেলের ঝুলিতে ২৮ উইকেট। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের ম্যাচের অন্যতম নায়ক এই রুবেল। একই ওভারে স্টুয়ার্ড ব্রড ও জেমস আন্ডারসনকে ফিরিয়ে দিয়ে স্মরণীয় হয়ে আছেন বাংলাদেশি সমর্থকদের মনে।

Exit mobile version