Site icon Jamuna Television

২০ মাসে প্রথমবার করোনায় মৃত্যুশূন্য বাংলাদেশ

ছবি প্রতীকী

২০ মাস পর আজ দেশে করোনায় কোনো মৃত্যুর খবর নেই। তবে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৭৮ জন।

শনিবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির হিসাব অনুযায়ী, পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১.১৮ শতাংশ। নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ১০৭টি। এ পর্যন্ত শনাক্ত ১৫ লাখ ৭৩ হাজার ৮৮৯ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯০ জন। মোট সুস্থ ১৫ লাখ ৩৮ হাজার ৬ জন। এ পর্যন্ত দেশে করোনায় মৃত্যুবরণ করেছেন ২৭ হাজার ৯৪৬ জন।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

Exit mobile version