Site icon Jamuna Television

সহজ জয়ের পথে পাকিস্তান

রিজওয়ান ও ফখরের ব্যাটে জয়ের পথে পাকিস্তান।

মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামানের ব্যাটে সহজ জয়ের পথে আছে পাকিস্তান। এই দুজনের অবিচ্ছিন্ন জুটিতে শুরুর দিকের আড়ষ্টতা কাটিয়ে রানের গতি বাড়িয়েছে পাকিস্তান। রান-বলের সমীকরণকে একদমই হাতের নাগালে নিয়ে এসেছে এই দুজনের জুটি।

এর আগে, বাংলাদেশের দেয়া ১০৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাবর আজমকে হারায় পাকিস্তান। মোস্তাফিজুর রহমানের শিকার হয়েছেন তিনি আগের ম্যাচের মতো প্রায় একই ঢঙে, মাত্র ১ রান করে ইনসাইড এজ হয়েছেন তিনি। এরপরই ব্যাট করছেন রিজওয়ান ও ফখর। এরইমধ্যে ফখর জামানের সহজ ক্যাচ মিস করেছেন সাইফ হাসান। আমিনুল ইসলাম বিপ্লবের বলে স্কয়ার লেগে ক্যাচ তুলেছিলেন তিনি। কিন্তু সহজ ক্যাচটি সাইফ হাসান মিস করার বাংলাদেশও হারায় ম্যাচে ফিরে আসার সুযোগ।

প্রতিবেদনটি লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ছিল ১৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৭৫ রান। জয়ের জন্য তাদের দরকার ৪২ বলে ৩৪ রান।

Exit mobile version