Site icon Jamuna Television

আবুধাবি টি-টেনে গেইল ঝড়ে হারলো বাংলা টাইগার্স

ছবি: সংগৃহীত

আবুধাবিতে শুরু হওয়া টি-টেন লিগের প্রথম দিনেই ধুমধারাক্কা ব্যাটিং দেখা গেল দুবাইয়ের শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে।

ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস গেইল ও আয়ারল্যান্ডের ওপেনার পল স্টার্লিংয়ের ঝড়ো ব্যাটিংয়ে বাংলা টাইগার্সকে ৪০ রানে হারায় টিম আবুধাবি।

প্রথমে ব্যাট করতে নেমে দারুণ সূচনা এনে দেন টিম আবুধাবির ওপেনার পল স্টার্লিং। ৬টি চার ও ৫টি ছক্কার সহায্যে ২২ বলে ৫৯ রান করে সাজঘরে ফেরেন। আর ২ বাউন্ডারি ও ৫ ছক্কায় ২৩ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন দ্য ইউনিভার্স বস। তাদের দুজনের তাণ্ডবে নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে টিম আবুধাবি।

জবাবে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৫ রানে থামে বাংলা টাইগার্স। অর্থাৎ ৪০ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে নেয় টিম আবুধাবি।

টিম আবুধাবির বিশাল লক্ষ্যে ব্যাট হাতে নেমে রানের খাতাই খুলতে পারেননি বাংলা টাইগার্সের অধিনায়ক ফাফ ডুপ্লেসি। আন্দ্রে ফ্লেচার করেন ২৪ রান। আফগান তারকা হজরতউল্লাহ জাজাই করেন ১৮ রান। উদানা ও হাওয়েল উভয়েই করেন ১৫ রান করে।

গেইল-স্টার্লিংয়ের এমন তাণ্ডবের পরও অবশ্য দুজনের কেউই ম্যান অব দ্য ম্যাচ হতে পারেননি। ২ ওভার বল করে ২৩ রানের খরচায় ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা মার্চেন্ট ডি ল্যাঙ্গে।

Exit mobile version