Site icon Jamuna Television

রাজধানীতে শ্যালকের গুলিতে দুলাভাইয়ের মৃত্যু

রাজধানীর দারুস সালাম এলাকায় একটি বাসায় শ্যালকের গুলিতে ফারুক নামে একজন মারা গেছেন।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, পারিবারিক কলহের জেরে শ্যালক তার দুলাভাইকে গুলি করে। শ্যালক অশ্রুকে অস্ত্রসহ আটক করা হয়েছে। পারিবারিক সমস্যার নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শ্যালক মো. অশ্রু শটগান দিয়ে দুলাভাই ফারুক আহমেদকে গুলি করে। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা ফারুখ আহমেদকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। বর্তমানে নিহতের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে রয়েছে।

দারুস সালাম থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, শ্যালক অশ্রুকে অস্ত্রসহ আটক করা হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। তবে অস্ত্রটি অশ্রুর মুক্তিযোদ্ধা বাবার লাইসেন্স করা ছিল। তিনি মারা যাওয়ার পর তার স্ত্রীর (অশ্রুর মা) নামে সেটা ইস্যু করা হয়। সেই অস্ত্র দিয়ে অশ্রু তার দুলাভাইকে গুলি করেছে বলে জানতে পেরেছি।

Exit mobile version