Site icon Jamuna Television

সিরিজ জয়ের পর যা বললেন বাবর আজম

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পাকিস্তান জিতে নিয়েছে ১ ম্যাচ হাতে রেখেই। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে অনায়াসে ৮ উইকেটে হারানোর পর জয়টিকে দলীয় প্রয়াসের ফসল বলেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ছন্দকে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজেও টেনে আনতে পারায় আনন্দিত বাবর আজম। ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি বলেন, দলের সবাই যেভাবে খেলছে তাতে আমি আনন্দিত। এর সাথে সম্মিলিত ছন্দকে কাজে লাগিয়ে সিরিজ জয় করাটাও দারুণ ব্যাপার।

তবে এই জয়ে দলের বোলারদের কৃতিত্ব আলাদাভাবে দিচ্ছেন বাবর। বলেছেন, বাংলাদেশ ইনিংসের মাঝের ওভারগুলোয় বোলাররা ভালো বল করেছে। সেখান থেকে ডেথ ওভার পর্যন্ত বাংলাদেশের রানের গতি আটকে রেখে নিয়মিত উইকেটের পতন ঘটিয়ে ব্যাটারদের কাজ সহজ করে দিয়েছে তারা।

Exit mobile version