Site icon Jamuna Television

ভক্তের প্রবেশে বিপদ বাড়লো মোস্তাফিজের

ছবি: সংগৃহীত

খেলার মাঠে প্রিয় খেলোয়াড়কে একবার ছুঁয়ে দেখতে প্রবেশ করেছে দর্শক, মেসি-রোনালদোদের সৌজন্যে এমন দৃশ্য দেখা গেছে অনেকবারই। তবে বাংলাদেশের ক্রিকেটে মাশরাফীর পর এবার মোস্তাফিজুর রহমানকে ছুঁতে মাঠেই ঢুকে পড়লেন এক দর্শক। তবে তাতে বিপদেই পড়েন মোস্তাফিজ; তাকে চলে যেতে হয়ে মাঠের বাইরে।

পাকিস্তানের ইনিংস চলাকালীন ১২-তম ওভারের প্রথম বল করার পরই ঘটে এই ঘটনা। ক্রিকেটারদের যেখানে থাকতে হয় জৈব সুরক্ষাবলয়ে এবং নিয়মিত ভিত্তিতে করাতে হয় কোভিড টেস্ট, সেখানে বাইরের একজন দর্শকের সংস্পর্শে আসায় মোস্তাফিজুর রহমানকে চলে যেতে হয় মাঠের বাইরে। মূলত, জৈব বলয়ের বাইরের একজনের সংস্পর্শে চলে আসায় মোস্তাফিজকে সবার থেকে আলাদা করে নেয়া হয়।

দর্শক মাঠে ঢুকে মোস্তাফিজের পায়ের কাছে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন সেই দর্শক। নিরাপত্তাকর্মীরা দ্রুত ছুটে এসে সেই দর্শককে মাঠ থেকে বের করে দেন। অবশ্য ম্যাচে তখনই ব্যাকফুটে চলে যাওয়া বাংলাদেশকে যেন আরও বিপাকেই ফেললেন সেই অনুরাগী দর্শক। মূল স্ট্রাইক বোলারকে হারিয়ে পার্ট টাইম বোলারদের দিয়েই আক্রমণ শানাতে হয় অধিনায়ক মাহমুদউল্লাহকে।

Exit mobile version