Site icon Jamuna Television

প্রতিপক্ষ নয়, নিজ দেশকে সমর্থনের আহ্বান মাশরাফীর

মাশরাফী বিন মোর্ত্তাজা। ছবি:সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের টানা ব্যর্থতার মাঝে টাইগার ভক্তদের প্রতিপক্ষ দল পাকিস্তানকে সমর্থন করা জন্ম দিয়েছে বিতর্কের। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও একই কাজ করেছেন ভক্তদের কেউ কেউ। তবে তাদেরকে নিজের দেশকে সমর্থন দেয়ার আহ্বান জানিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তাজা। বলেছেন, স্টেডিয়ামে আমাদের দেশের পতাকা উড়ুক আর চিৎকার হোক ‘বাংলাদেশ’।

টি-টোয়েন্টি বিশ্বকাপে চরম ব্যর্থতার পর প্রথম ম্যাচে পরিবর্তনের ইঙ্গিত দিয়েই টাইগারদের লড়াই করার মানসিকতা আবারও উধাও দ্বিতীয় ম্যাচে। বাজে পারফরম্যান্সের কারণে টাইগার সমর্থকদের কাছ থেকে খেলোয়াড়দের শুনতে হচ্ছে নানা ধরণের কটুক্তি। তার উপর বাংলাদেশি সমর্থকদের কেউ কেউ পাকিস্তানের পতাকা উড়িয়ে সমর্থন দিয়ে যাচ্ছে বাবর আজমের দলকে। পাকিস্তানের জয়ে বাংলাদেশি সমর্থকদের উৎসব ছড়িয়ে পড়ে পুরো গ্যালারি জুড়ে। মাঠের বাইরে পাকিস্তানের জার্সি গায়ে এক যুবককে পাকিস্তান জিন্দাবাদ বলতে দেখা গেছে; যা ছড়িয়ে পড়েছে পুরো নেট দুনিয়ায়। মাঠ ছাড়িয়ে স্বাভাবিকভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমেও পড়েছে এর প্রভাব। আর এসব দেখে মর্মাহত হয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তাজা।

মাশরাফী বলেছেন, খেলার সাথে কোনোকিছু মেলানো যায় না, তা ঠিক। কিন্তু খেলাটা যখন দেশের মাটিতে আর খেলছে নিজের দেশ, সেখানে অন্য দেশের পতাকা আমাদের দেশে ওড়ানো হচ্ছে, এটা দেখে খুবই কষ্ট লাগে। যে যাই বলুক দেশটা কিন্তু আপনার। হারি বা জিতি আপনারা পাশে না থাকলে তা কখনোই সম্ভব নয়।

বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বজুড়ে লাল-সবুজের পতাকার প্রতিনিধি। এই দলটির সাফল্য জাতীয় গৌরবের, আর তাই দুঃসময়ে ক্রিকেট দলের পাশে থাকার আহ্বান জানালেন মাশরাফী।

Exit mobile version