Site icon Jamuna Television

যে দেশগুলো নিশ্চিত করেছে কাতার বিশ্বকাপের টিকিট

ছবি: সংগৃহীত

২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্ব প্রায় শেষের পথে। এরই মধ্যে মূল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ১৩টি দেশ। বাকি অঞ্চলগুলোতে চলছে শেষ পর্যায়ের হাড্ডাহাড্ডি লড়াই।

এশিয়া থেকে একমাত্র কাতার স্বাগতিক হিসেবে সরাসরি অর্জন করেছে খেলার যোগ্যতা। গ্রুপ-এ থেকে ইরান ও দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপে কোয়ালিফাই করাটাও প্রায় নিশ্চিত।

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপে নিশ্চিত হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনার নাম। আর, ইউরোপীয় অঞ্চল থেকে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে- জার্মানি, স্পেন, ডেনমার্ক, ক্রোয়েশিয়া, বেলজিয়াম, ইংল্যান্ড, সার্বিয়া, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড ও ফ্রান্স।

এদিকে, করোনা মহামারির কারণে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে ওশেনিয়া অঞ্চলের বাছাইপর্বের খেলা।

Exit mobile version