Site icon Jamuna Television

রূপগঞ্জে রাইস মিলে আগুন, আহত ৪

নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার গন্ধর্বপুর এলাকায় অবস্থিত সিটি অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে আগুন ধরে যায়। বিস্ফোরণে দগ্ধ হয়ে মিলের কর্মকর্তা ও নিরাপত্তা প্রহরীসহ ৪ জন আহত হয়েছে। আহতরা হলেন বেলায়েত হোসেন (৫৫), সিরাজুল ইসলাম (৫০), হযরত আলী (৪৫)। তাদের বাড়ি গন্ধর্বপুর এলাকায়। এছাড়া আহত হয়েছেন মিলের নিরাপত্তা প্রহরী রানা (৩০)। আহতদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (২০ নভেম্বর) দুপুর দুইটার দিকে অটোরাইস মিলের বয়লারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে কারখানার ভেতরে আগুন ধরে যায়। আগুনের কালো ধোঁয়া অনেক ওপরে উঠে যায়। খবর পেয়ে ডেমরা, কাঞ্চন ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট চেষ্টা চালিয়ে বিকেল ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক মো. তানহারুল ইসলাম জানান, বয়লার বিস্ফোরণের সাথে সাথে আগুন ধরে যায়। এতে চার জন দগ্ধ হয়েছে। স্থানীয়দের সহায়তায় তাদের চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রুপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ জানান, সিটি মিলের রাইস মিলের বয়লার বিস্ফোরণে চার জন দগ্ধ হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।

তবে সিটি রাইস মিল কর্তৃপক্ষের কোন কর্মকর্তা এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হয়নি।

Exit mobile version