Site icon Jamuna Television

ঝিনাইদহের চুলকানি বাজার থেকে গাঁজার বড় চালান উদ্ধার!

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে ১০ কেজি গাঁজার চালানসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আজ বিকালে সদর উপজেলার গান্না ইউনিয়নের চুলকানি বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম আবুল হোসেন (৩৭)। তিনি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গাংপাড়া গ্রামের আয়নাল হোসেনের ছেলে।

ডিবি ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পাগলাকানাই টু চুলকানি বাজার রাস্তায় চেকপোস্ট বসান তারা। সন্দেহভাজনদের তল্লাশি করা হতে থাকে। এক পর্যায়ে আবুল হোসেনকে সন্দেহ হলে তার ব্যাগ চেক করলে ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধার হয়। পরে তাকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়।

Exit mobile version