Site icon Jamuna Television

বিশ্বজুড়ে সাড়ে ৫ হাজার প্রাণহানি, সংক্রমণ ঊর্ধ্বমুখী ইউরোপে

বিশ্বজুড়ে আরও সাড়ে ৫ হাজারের বেশি প্রাণ গেছে করোনাভাইরাসে। নতুন সংক্রমণ শনাক্ত ৪ লাখ ৭৭ হাজারের বেশি।

সংক্রমণের হার এখনও ঊর্ধ্বমুখী ইউরোপে। রাশিয়ায় একদিনে মৃত্যু হয়েছে আরও সাড়ে ১২শ মানুষের। ইউক্রেনে মারা গেছে ৬৬৪ জন। ৪শর কাছাকাছি প্রাণহানি হয়েছে পোল্যান্ডে।

জার্মানিতে নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে ৪৮ হাজারের বেশি মানুষের দেহে। যুক্তরাজ্যে একদিনে করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা ৪১ হাজার। সংক্রমণের ধারা অব্যাহত অস্ট্রিয়া, স্লোভাকিয়া, চেক রিপাবলিক, ফ্রান্সসহ ইউরোপের অনেক দেশে।

এছাড়া শনিবার যুক্তরাষ্ট্রে ৪ শতাধিক মৃত্যু হয়েছে করোনায়। সংক্রমণ শনাক্ত সাড়ে ৩৬ হাজারের ওপর। বিশ্বে মহামারিতে মোট প্রাণহানি ছাড়িয়েছে ৫১ লাখ ৬৩ হাজার। মোট আক্রান্ত ২৫ কোটি ৭৪ লাখের বেশি।

Exit mobile version