Site icon Jamuna Television

জাভির ফেরার দিনে জয়ের ধারায় ফিরলো বার্সেলোনা

ছবি: সংগৃহীত

ন্যু ক্যাম্পের ডাগআউটে জাভি হার্নান্দেসের অভিষেকের দিনে জয়ের ধারায় ফিরলো স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। শনিবার (২০ নভেম্বর) রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে তারা।

কোচ হিসেবে জাভির বার্সেলোনা অধ্যায় শুরুর দিনে ন্যু ক্যাম্পে উপস্থিত ছিলেন প্রায় ৭৫ হাজার সমর্থক। উজ্জীবিত ফুটবলাররা শুরুটাও করেন দারুণ আক্রমণাত্মক। খেলার শুরু থেকেই এস্পানিওলকে চেপে ধরে বার্সেলোনা। তাদের একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে ওঠে অতিথি দলটি। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলশূন্য বিরতিতে যেতে হয় কাতালান ক্লাবটিকে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি পায় স্বাগতিক শিবির। স্পট কিক থেকে দলকে লিড এনে দেন মেমফিস ডিপাই। ৬৫ মিনিটে অফসাইডে বাতিল হয় ফ্রেংকি ডি ইয়ংয়ের গোল। শেষ দিকে এসপানিওলের দু’টি আক্রমণ প্রতিহত হয় গোলপোস্টে।

এই জয়ে ১৩ ম্যাচ শেষে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান করছে বার্সেলোনা। অন্যদিকে, ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে অবস্থান করছে সেভিয়া।

Exit mobile version