Site icon Jamuna Television

আর্সেনালের জালে লিভারপুলের এক হালি

ছবি: সংগৃহীত

আর্সেনালকে উড়িয়ে দিয়ে জয়ের ধারায় ফিরলো লিভারপুল। বিপরীতে টানা তিন জয়ের পর হারের মুখ দেখলো আর্সেনাল। ঘরের মাঠ অ্যানফিল্ডে শনিবার ৪-০ গোলে জিতেছে অলরেডসরা। একটি করে গোল করেন সাদিও মানে, মোহামেদ সালাহ, দিয়োগো জোতা ও তাকুমি মিনামিনো। ব্যবধান আরও বাড়তে পারত। তবে আর্সেনাল গোলরক্ষক অ্যারন র‌্যামসডেল দারুণ কিছু সেভ করায় এক হালির বেশি হজম করতে হয়নি গানারদের।

ম্যাচের শুরুতে বেশ কিছু আক্রমণ সাজালেও কাঙ্খিত গোল পায়নি অলরেডস। তবে ৩৯ মিনিটে ডেডলক ভাঙ্গে সাদিও মানের করা গোলে। বিরতির পর দারুন ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুন করেন দিয়াগো জোতা। ৭১ মিনিটে সাদিও মানের অ্যাসিস্টে স্কোর শিটে নাম তোলেন দলের মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। এ নিয়ে ঘরের মাঠে টানা পঞ্চম ম্যাচে গোলের দেখা পেলেন তিনি। মিনিট চারেকের মাথায় লিভারপুলের হয়ে চতুর্থ গোলটি করেন মিনামিনো।

এই জয়ে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে অলরেডস।

Exit mobile version