Site icon Jamuna Television

হাফ ভাড়া দিতে চাওয়ায় ধর্ষণের হুমকি, প্রতিবাদে বকশি বাজার অবরোধ

হাফ ভাড়া দিতে চাওয়ায় ধর্ষণের হুমকির প্রতিবাদে রাজধানীর বকশি বাজার সড়ক অবরোধ করে আন্দোলন করছে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। তাদের সাথে যোগ দিয়েছে ঢাকা কলেজসহ সাত কলেজের ছাত্র-ছাত্রীরা।

শনিবার (২০ নভেম্বর) সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌মে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের এক ছাত্রী অভিযোগ করেন, হাফ ভাড়া দেয়ায় বাসের চালক ও হেলপার প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিয়েছেন। এই ঘটনার প্রতিবাদে সকাল থেকে আন্দোলন করছেন তারা।

Exit mobile version