Site icon Jamuna Television

আত্মঘাতী বোমা হামলায় খুন সোমালিয়ার সাংবাদিক

আত্মঘাতী বোমা হামলায় নিহত সোমালিয়ার বিশিষ্ট সাংবাদিক আবদি আজিজ মোহামুদ। শনিবার (২০ নভেম্বর) রাজধানী মোগাদিশুতে ব্যস্ত রাস্তায় চালানো হয় হামলাটি।

শহরের এক রেস্তোরাঁ থেকে বের হওয়ার পরপরই হামলার শিকার হন ওই সাংবাদিক। এসময় গুরুতর আহত হন দেশটির ন্যাশনাল টেলিভিশনের পরিচালকসহ বেশ কয়েকজন। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আল শাবাব। তারা দীর্ঘদিন ধরেই ওই সাংবাদিককে হত্যার চেষ্টা করছিল বলেও দাবি সংগঠনটির।

কঠোর সমালোচক হিসেবে পরিচিত আবদি আজিজ সরব ছিলেন আল শাবাবের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে। এ ঘটনায় শোক জানিয়েছেন সোমালিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ হুসেইন রোবেল।

Exit mobile version