Site icon Jamuna Television

১১ দিন পর খুলে দেয়া হলো টঙ্গী ব্রিজ, যানচলাচল স্বাভাবিক

ছবি: সংগৃহীত।

গাজীপুর প্রতিনিধি:

দীর্ঘ ভোগান্তির পর টঙ্গী ব্রিজ দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শুরু হলো যান চলাচল। শনিবার (২০ নভেম্বর) রাতে ঝুঁকিপূর্ণ অংশের সংস্কারকাজ শেষে সকাল ১১টা ৪০ মিনিটে যান চলাচলের জন্য ব্রিজটি চালু করা হয়।

এর আগে গত কয়েকদিন ধরেই আব্দুল্লাহপুরসহ গাজীপুর অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। তবে শনিবার রাতেই ভেঙে পড়া অংশ মেরামত কাজ শেষ হলে ১১ দিন পর আবারেও রোববার থেকে শুরু হয় যান চলাচল।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর রাতে টঙ্গি ব্রিজের স্ল্যাব ভেঙে যায়। এরপর সেখান দিয়ে বন্ধ করে দেয়া হয় সব ধরনের যান চলাচল। তবে রোববার থেকে অনেকটাই স্বাভাবিক হয়েছে যানজট।

Exit mobile version