Site icon Jamuna Television

অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ট্র্যাকিং সিস্টেম কিনেছে পাকিস্তান

পাকিস্তানের কাছে ক্ষেপণাস্ত্র শক্তিশালী ট্র্যাকিং সিস্টেম বিক্রি করেছে দেশটির চিরন্তন বন্ধু চীন। এই ব্যবস্থার মাধ্যমে একই ক্ষেপাণাস্ত্রের মাধ্যমে একাধিক লক্ষবস্তুতে আঘাত হানার সক্ষমতা অর্জনের অনেকখানি এগিয়ে যাবে পাকিস্তান।

ক্ষেপণাস্ত্র ট্র্যাকিং সিস্টেম

রাষ্ট্রীয় মালিকানাধীন চীনের অ্যাকাডেমি অব সাইন্সের (সিএএস) বরাত দিয়ে ভারতীয়সহ বিভিন্ন আন্তর্জাতিক গণ মাধ্যম বৃহস্পতিবার এ তথ্য জানায়।

সিএএস-এর গবেষক ঝ্যাং মেংউই বলেন, “আমরা তাদেরকে শুধুমাত্র এক জোড়া চোখ দিয়েছে। এটি দিয়ে তারা যা খুশি দেখতে পারবে, এমনকি চাঁদও।

ঝ্যাং পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত বলতে চাননি, এবং পাকিস্তান এটিকে তার প্রতিরক্ষা ব্যবস্থায় কীভাবে কাজে লাগাবে সে বিষয়ে কথা বলেননি।

তবে তিনি বলেন, “নতুন ক্ষেপণাস্ত্র তৈরিতে চীনের তৈরি এই সিস্টেম সম্প্রতি পরীক্ষা করে দেখেছে পাকিস্তান।”

পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর একটি দৃশ্য

সিএএস জানিয়েছে, চীনই প্রথম রাষ্ট্র যারা এ ধরনের সরঞ্জাম পাকিস্তানে রফতারি করেছে।

সাধারণত এই ধরনের ট্র্যাকিং সিস্টেমে দুইটি দূরবীক্ষণ থাকলেও আলোক প্রযুক্তির ওপর ভিত্তি করে চীনের তৈরি এই ক্ষেপণাস্ত্র ট্র্যাকিং সিস্টেমে চারটি ‘অনন্য’ দূরবীক্ষণ রয়েছে।

তবে এখন অবধি এই বিষয়ে ভারতের দায়িত্বশীল কোনো সূত্রে মন্তব্য পাওয়া যায়নি।

যমুনা অনলাইন: এফএইচ

Exit mobile version