Site icon Jamuna Television

‘আমি পোশাকের শালীনতায় বিশ্বাসী, দয়া করে ক্ষমা করবেন’

নারীদের পোশাক নিয়ে একটি টেলিভিশন চ্যানেলে দেয়া নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। গতকাল বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে মোশাররফ লিখেছেন–

“চ্যানেল ২৪ এর আমার উপস্থাপিত একটি অনুষ্ঠানের একটি অংশে আমার কথায় অনেকে আহত হয়েছেন। আমি অত্যন্ত দুঃখিত। আমি যা বলতে চেয়েছি তা হয়ত পরিষ্কার হয়নি। আমি পোষাকের শালীনতায় বিশ্বাসী। এবং তার প্রয়োজন আছে। এই কথাটি সেখানে প্রকাশ পায়নি। ধর্মীয় অনুভূতি তে আঘাত করা আমার অভিপ্রায় না। এ ভুল অনিচ্ছাকৃত । আমি অত্যন্ত দুঃখিত । দয়া করে সবাই ক্ষমা করবেন।

সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘একটা মেয়ে তার পছন্দমতো পোশাক পরবে না? আচ্ছা পোশাক পরলেই যদি প্রবলেম হয়, তাহলে সাত বছরের মেয়েটির ক্ষেত্রে কী যুক্তি দেব, যে বেরাকা পরেছিলেন তাঁর ক্ষেত্রে কী যুক্তি দেব? কোনো যুক্তি আছে?’

এটি প্রচারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মোশাররফ করিমকে নিয়ে সমালোচনা শুরু হয়।

Exit mobile version