Site icon Jamuna Television

ইতালিতে মোটরচালিত নৌকা বন্ধের দাবিতে বিক্ষোভ

ছবি: সংগৃহীত

মোটরচালিত নৌকা বন্ধের দাবিতে ব্যাপক বিক্ষোভ হলো ইতালির ভেনিসে। শনিবার দাঁড় টানা নৌযান নিয়ে অংশ নেন শত শত বাসিন্দা।

মোটরচালিত নৌকা চলাচলে খালগুলোর পানি দূষিত হচ্ছে, এমন অভিযোগ বিক্ষোভকারীদের। চাষাবাদের ওপর প্রভাব পড়ার আশঙ্কাও তাদের। যান্ত্রিক বোট চলাচলে ক্ষতিগ্রস্ত হচ্ছে পানির কাছাকাছি থাকা শহরের অবকাঠামো।

একইসাথে বাস্তুসংস্থান এবং ঐতিহ্য সংরক্ষণের কথা বিবেচনায় চলতি বছর আগস্ট থেকে মোটর চালিত নৌকা বন্ধ করেছিল শহর প্রশাসন। পরে পর্যটন শিল্প এবং শ্রমিকদের দাবিতে আবারও চালু হয় মোটর চালিত নৌকা।

ইউএইচ/

Exit mobile version