Site icon Jamuna Television

নিখোঁজের দু’দিন পর রাবার বাগানে মিললো মাদ্রাসাছাত্রীর মরদেহ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর এলাকার নিখোঁজের দু’দিন পর নির্জন রাবার বাগান থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মিনা বেগম নামের এই শিশু এলাকার মঈনু মিয়ার মেয়ে। নিহত মিনা স্থানীয় একটি মাদ্রাসায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও পরিবার জানায়, গত শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে থেকেই নিখোঁজ ছিল মিনা। তবে তখন পুলিশকে খবর দেয়নি পরিবার।

এর দু’দিন পর রোববার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার মিজাপুর ইউনিয়নের রুপাইছড়া রাবার বাগানের ভেতর তার লাশ দেখতে পান স্থানীয়রা। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, এ ঘটনায় মামলা গ্রহণের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। মেডিকেল রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর
কারণ নিশ্চিত হওয়া যাবে।

কিশোরীর ভাই আবুল হোসেন জানান, শুক্রবার পণ্য কিনতে তার বোন স্থানীয়
সমশেরগঞ্জ বাজারে যায় এরপর থেকে সে নিঁখোজ। শনিবার তারা এলাকায়
মাইকিংও করেন। এরপর রোববার সকালে রুপাইছড়া রাবার বাগানে তার বোনের লাশ পাওয়া যায়।

Exit mobile version