Site icon Jamuna Television

রূপগঞ্জে রাইস মিলে বিস্ফোরণ: দগ্ধ ২ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি অটোরাইস অ্যান্ড ডাল মিলের বয়লার বিস্ফোরণে আগুনে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

গত শনিবার রাতে ও রোববার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন। নিহতরা হলেন- কারখানায় কর্মরত শ্রমিক হজরত আলী (২৫) ও বেলায়েত হোসেন (৫৯)।

ডা. এস এম আইউব হোসেন বলেন, রূপগঞ্জে বিস্ফোরণে দগ্ধ মো. হজরত আলী শনিবার রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৯৯ শতাংশ দগ্ধ হয়েছিল। আর রোববার সকাল ৯টার দিকে মারা যান বেলায়েত হোসেন। তার শরীরে ৯৫ শতাংশ দগ্ধ ছিল। এ ঘটনায় মো. সিরাজুল ইসলাম (৬০) নামে আরও একজন চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের ৬৫ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

উল্লেখ্য, শনিবার বিকেলে রূপগঞ্জের রূপসী এলাকা অবস্থিত সিটি গ্রুপের প্রতিষ্ঠান সিটি রাইস মিলে বয়লার বিস্ফোরণে আগুন ধরে চার শ্রমিক দগ্ধ হয়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ইউএইচ/

Exit mobile version