Site icon Jamuna Television

সর্বোচ্চ হারের রেকর্ড গড়েছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

এক বছরে সর্বোচ্চ হারের রেকর্ড গড়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছে না টাইগাররা। টেস্ট খেলা দলগুলোর সাথে খেলা সবশেষ ৮ ম্যাচের সবকটিতেই হেরে লজ্জাজনক রেকর্ডটি গড়েছে মাহমুদউল্লাহর দল।

চলতি বছরে ২৬টি টি-টোয়েন্টিতে ১১ জয়ের পাশাপাশি ১৫টিতে হেরেছে বাংলাদেশ। এর মধ্যে ৭ ম্যাচে জয় এসেছিল মিরপুরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে। দেশের মাটিতে তাসমানিয়ান দুই দলের বিরুদ্ধে ভালো পারফরমেন্সের পর সেই জয়ের ছন্দকে টি-টোয়েন্টি বিশ্বকাপে টেনে নিতে পারেনি মাহমুদউল্লাহ বাহিনী। উল্টো বিশ্বকাপের কোয়ালিফায়ার রাউন্ডেই শুরু হয় টাইগারদের দুর্দশা। তারপর সুপার টুয়েলভ পর্বে ৬ ম্যাচের সবকটিতেই অসহায় আত্মসমর্পণ করে মাহমুদউল্লাহর দল।

এর আগে এক বছরে সর্বাধিক হারের লজ্জা ছিল শ্রীলঙ্কার ঝুলিতে। ২০১৬ সালে ১৬টি ম্যাচ খেলে তার ১৩টিতেই হারের মুখ দেখেছিল লঙ্কানরা। এই তালিকায় আরও আছে পাকিস্তান ও নেদারল্যান্ডসের নাম।

Exit mobile version