Site icon Jamuna Television

বউ বাড়ি যেতে না চাওয়ায় শাশুড়ির মাথা ফাটালো জামাই!

ছবি: প্রতীকী

বউ শ্বশুর বাড়ি থেকে যেতে না চাওয়ায় শাশুড়ির মাথা ফাটায়েছে জামাই। এ ঘটনার পরে জামাইকে ধরে প্রতিবেশীরা গণধোলাই দেয়। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ভারতের দাসপুর থানার কুল্টিকরির নিমতলা পাত্র পাড়ায়। খবর নিউজ এইটিনের।

খবরে বলা হয়, বৃহস্পতিবার রাতে স্ত্রী অঙ্কিতা বাগকে বাপের বাড়ি থেকে নিতে আসে পূর্ব মেদিনীপুরের বাহারজোলা কুলহান্ডার শিবপ্রসাদ। সেসময় সে মদ্যপ অবস্থায় ছিল। তারপর শুরু হয় শ্বশুরবাড়ির লোকের সঙ্গে তর্কবিতর্ক। স্ত্রী শ্বশুরবাড়িতে ফিরে যেতে না চাওয়ায় হাতের সামনে থাকা একটি মুগুর দিয়ে শাশুড়ির মাথায় আঘাত করে জামাই।

অঙ্কিতার অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকেরা বিভিন্নভাবে অত্যাচার চালাতো তার ওপর৷ সেই কারণেই অঙ্কিতা দুই মাসের কন্যা সন্তানকে নিয়ে একমাস আগে বাপের বাড়িতে চলে আসেন। কোনোভাবেই আর শ্বশুর বাড়িতে ফিরে যেতে রাজি হননি তিনি। আর সে কারণেই বরের এই কাণ্ড।

ইউএইচ/

Exit mobile version