Site icon Jamuna Television

পিরোজপুরে নির্বাচনী সহিংসতা; চেয়ারম্যান প্রার্থীর ছেলেসহ গ্রেফতার ৫

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলার চিড়াপাড়া-পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে সহিংসতার ঘটনায় এক চেয়ারম্যান প্রার্থীর ছেলেসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, গতকাল শনিবার (২০ নভেম্বর) রাতে কাউখালি উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর ভাইসহ সাতজন ও প্রতিপক্ষ সাইকেল প্রতীকের দুই জন আহত হয়। আহতদের মধ্যে দুই নৌকার সমর্থককে গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আজ রোববার নৌকা প্রতীকের প্রার্থী মাহামুদ খান খোকন বাদী হয়ে কাউখালী থানায় মামলা
দায়ের করে। পুলিশ মামলার আসামি সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর ছেলে প্রিন্স খানসহ ৫ জনকে গ্রেফতার করেছে। অপর চারজন হলো মনির খান, হেলাল খান, বাহার খান ও তারিকুল ইসলাম খান। এদের বাড়ি দক্ষিণ নিলতী গ্রামে।

এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. বনি আমীন জানান, নৌকা প্রতীকের প্রার্থী মাহামুদ খান খোকন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। রোববার সকালে ৫জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন চেয়ারম্যান প্রার্থীর ছেলে।

Exit mobile version