Site icon Jamuna Television

বকেয়া মজুরি চাওয়ায় শ্রমিকের হাত কেটে নিলেন ঠিকাদার

প্রতীকী ছবি।

বকেয়া মজুরি চাওয়ায় ক্ষিপ্ত হয়ে ৪৫ বছর বয়সী এক শ্রমিকের হাত কেটে ফেলেছে এক ঠিকাদার। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। রেওয়া জেলা থেকে ৪০ কিলোমিটার দূরের সিরমাউর থানার অন্তর্গত দোলমাউ গ্রামে।

দ্য উইক’র প্রতিবেদনে জানা যায়, এ ঘটনায় এরই মধ্যে তিনজনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, অশোক সাকিটের হাত কেটে ফেলা হয়েছে। দোলমাউ গ্রামে গণেশ মিশ্রর অধীনে কাজ করতেন তিনি। এএসপি শিব কুমার ভর্মা বলেছেন, দিনের পর দিন মজুরি বকেয়া রাখছিলেন গণেশ। সেটা চাইতে গিয়ে তোপের মুখে পড়েন অশোক। 

অশোকের বাড়ি পাদ্রি গ্রামে। বকেয়া মজুরির বিষয়টি নিয়ে সুরাহার জন্য অশোকের সাথে গতকাল ২০ নভেম্বর আরেকজন এসেছিলেন গণেশের কাছে। ওই সময় উত্তপ্ত বাক্য বিনিময় হয় তাদের মধ্যে। এক পর্যায়ে গণেশ এবং অন্যরা ধারালো অস্ত্র দিয়ে অশোকের হাত কেটে ফেলে। অশোকের কেটে ফেলা হাত লুকানোর চেষ্টা করে অভিযুক্তরা। কিন্তু পুলিশ পরে সেটি উদ্ধার করেছে।

Exit mobile version