Site icon Jamuna Television

‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার সমালোচনায় তসলিমা নাসরিন

ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় অংশ নেয়া সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। এছাড়া আরও বেশকিছু চলচ্চিত্র উৎসবে প্রশংসা পেয়েছে। পাচ্ছে বড় বড় পুরস্কার। চারদিক থেকে যখন সিনেমাটি নিয়ে ইতিবাচক রিভিউ ও প্রচার ভেসে আসছে তখন এর সমালোচনা করলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।

রোববার (২১ নভেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে ছবিটির প্রধান নারী চরিত্রের সমালোচনা করেছেন তসলিমা নাসরিন। তিনি লিখেছেন, প্রথম কানে গিয়েছে বাংলাদেশের কোনো ছবি, খুব স্বাভাবিক যে সে ছবিটি দেখার আগ্রহ খুব হবে আমার। ছবিটি দেখার সৌভাগ্য হলো কাল রাতে। রেহানা মরিয়াম নূর। ছবিটির প্রধান চরিত্রে আমার মনে হয়নি আছেন কোনো সৎ বা উদার কোনো মানুষ। প্রথম থেকেই তিনি রগচটা, রুক্ষ, স্বার্থপর, একগুঁয়ে ও আত্মকেন্দ্রিক। ধার্মিক রেহানাকে যদি নারীবাদী হিসেবে দেখানোর চেষ্টা হয়, তাহলে ভুল। নারীবাদীদের সংবেদনশীল হতে হয়। যত না সংবেদনশীল তিনি, তার চেয়ে বেশি প্রতিশোধ পরায়ণ। তার জন্য কোনো শ্রদ্ধা বা সহানুভূতি জন্মায় না।

তিনি আরও লিখেছেন, ছবিটি ডেনিশ ডগমা ফিল্মের মতো হাত-ক্যামেরায় শুট করা। কিন্তু বারবারই জনমানবহীন হাসপাতালের একই করিডোর, একই ঘোলা ঘর। কোনো আউটডোর নেই। কোনো আকাশ বাতাস নেই। শ্বাস নেয়ার জায়গা নেই। ছবিটি ছবি না হয়ে কোনো ডার্ক নাটক হলে ভালো হতো। সিনেমার বড় পর্দায় না দেখিয়ে মঞ্চে দেখালে মানাতো।

আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত এই ছবিটি এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে (অ্যাপসা) দ্বিতীয় সেরা ছবি হয়েছে। আর এতে অভিনয় করে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পান আজমেরী হক বাঁধন। এছাড়া হংকং এশিয়ান ফিল্ম ফেস্টিভালে জিতেছে নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড।

ইউএইচ/

Exit mobile version