ব্যাপক রদবদল এসেছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের মন্ত্রিসভায়। নতুন মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বহু নতুন মুখ।
রোববার (২১ নভেম্বর) মুখ্যমন্ত্রী অশোক ঘেলোটের পরিষদে সদস্য হিসেবে শপথ নেন আরও ১৫ জন।
নতুন এই মন্ত্রিসভায় রয়েছেন- শচীন পাইলট, বিধায়ক মহেন্দ্র সিং মালবীয়, রামলাল জাঠ, মহেশ যোশীর মতো নেতারা। এর আগে, শনিবার একযোগে ইস্তফা দেন একাধিক মন্ত্রী। এরপরই শুরু হয় নতুন মন্ত্রী নিয়ে আলোচনা।
মূলত, ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে দায়িত্বভার শচীন পাইলটকে দিতে চায় কংগ্রেসের হাইকমান্ড। এ জন্যই পরিষদে বাড়ানো হলো শচীনের অনুসারীর সংখ্যা।

