Site icon Jamuna Television

আইসিসির প্রধান নির্বাহী এখন জিওফ অ্যালারডাইস

জিওফ অ্যালারডাইস। ছবি: সংগৃহীত

আইসিসির প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পেয়েছেন জিওফ অ্যালারডাইস। মার্চে মানু সোহনীর বিদায়ের পর অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

সাংগঠনিক জীবনে জিওফ অ্যালারডাইসের রয়েছে ৮ বছর আইসিসির জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করার অভিজ্ঞতা। অস্ট্রেলিয়ার হয়ে কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেললেও, মেলবোর্ন ইউনিভার্সিটির হয়ে ক্লাব ক্রিকেট খেলেছেন অ্যালারডাইস।

১৯৯১ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত জিওফ অ্যালারডাইস ছিলেন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের সদস্য। নতুন দায়িত্ব পেয়ে এই অজি জানিয়েছেন, দীর্ঘমেয়াদি সাফল্য ও সঠিক সিদ্ধান্ত বাস্তবায়নই থাকছে তার পরিকল্পনায়।

Exit mobile version