Site icon Jamuna Television

‘আইনি সীমাবদ্ধতায় মুদ্রাপাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি না’

আইনি সীমাবদ্ধতার কারণে দুদক মুদ্রাপাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান মঈনউদ্দিন আব্দুল্লাহ। তিনি বলেন, যাদের বিরুদ্ধে আদালত থেকে দুদক বিদেশ গমনে নিষেধাজ্ঞা পায়,তারা আইনি পাশ কাটিয়ে বিদেশে পালিয়ে যায়।

আজ রোববার (২১ নভেম্বর) দুপুরে দুদক কার্যালয়ে প্রতিষ্ঠানটির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন, সকলের সহযোগিতা ছাড়া সমাজ থেকে দুর্নীতি দূর করা সম্ভব না। সকল ধর্মেই দুর্নীতিকে মহাপাপ বলা হলেও মানুষ মানে না, তাই শুধু আইন দিয়ে দুর্নীতি দমন করা সম্ভব নয়।

দুর্নীতিবাজদের পারিবারিক ও সামাজিকভাবে বয়কটের আহবান জানান দুদক চেয়ারম্যান। অনুষ্ঠানে দুর্নীতি বিষয়ক সাংবাদিকতায় শ্রেষ্ঠ প্রতিবেদকদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

Exit mobile version