Site icon Jamuna Television

করুনারত্নের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে দিমুথ করুনারত্নের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে শ্রীলঙ্কা। দিনশেষে লঙ্কানদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ২৬৭ রান।

শ্রীলঙ্কার গালে আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি আজ রোববার (২১ নভেম্বর) সকাল সাড়ে দশটায় শুরু হয়।

টস জিতে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কাকে দারুণ শুরু এনে দেন দলের অধিনায়ক দিমুথ করুনারত্নে ও পাথুম নিশাঙ্কা। উদ্বোধনী জুটিতেই আসে ১৩৯ রান। প্রথম সেশনে শ্রীলঙ্কার কোনো উইকেট ফেলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। ১৩৯ রানের মাথায় লঙ্কানদের প্রথম উইকেট পড়ে শ্যানন গ্যাব্রিয়েলের বলে নিশাঙ্কা আউট হয়ে গেলে। দ্বিতীয় সেশনেও লঙ্কানদের মাত্র একটি উইকেট ফেলতে সক্ষম হয় ক্যারিবিয়ানরা। ১৬৪ রানের মাথায় মাত্র ৩ রান করে স্পিনার রোস্টন চেজের শিকার হয়ে ফিরে যান তিনি। দলীয় সংগ্রহে আর মাত্র ৬ রান যোগ হতেই ফিরে যান দলটির সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসও। তাকেও শিকার করেন চেজ।

এরপরই দারুণ কামব্যাক করে শ্রীলঙ্কা। অপরাজিত ৯৭ রানের জুটি গড়ে দিনশেষ করেন করুনারত্নে ও ধনাঞ্জায়া ডি সিলভা। দিনশেষে ১৩২ রান করে অপরাজিত থাকেন করুনারত্নে। আর ধনাঞ্জায়া অপরাজিত থাকেন ৫৬ রানে।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ১৭ ওভারে ৪২ রান দিয়ে দুই উইকেট নেন স্পিনার রোস্টন চেজ। আর একটি উইকেট পেলেও বেশ খরুচে বোলিং করেন গ্যাব্রিয়েল। ১২ ওভারে ৫৬ রান দেন তিনি।

Exit mobile version