Site icon Jamuna Television

কক্সবাজারে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ইয়াবা ব্যবসায়ী নিহত

প্রতিকী ছবি।

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া উপজেলায় র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় তার কাছ থেকে ৭০ হাজার পিস ইয়াবা ও একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে।

রোববার (২১ নভেম্বর) রাত নয়টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. নিয়াজ মোহাম্মদ চপল। নিহত জাহাঙ্গীর উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী জমিদারপাড়ার মৃত সৈয়দ আলম পুত্র।

র‍্যাব-৭ এর এই কর্মকর্তা জানায়, আজ রোববার ভোররাতে উখিয়া উপজেলার বালুখালীর কাকড়া ব্রীজ এলাকায় র‍্যাব-৭ এর একটি অভিযানিক দলের সঙ্গে একদল ইয়াবা কারবারির বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় আত্মরক্ষার্থে র‍্যাব গুলিবর্ষণ করলে কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে জাহাঙ্গীরের মরদেহ পাওয়া যায়। সেখান থেকে ৭০ হাজার ইয়াবা, একটি ওয়ান শুটারগান ও কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গেল ১১ নভেম্বর জাহাঙ্গীরের বড় ভাইয়ের বাসা থেকে ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছিল। গত সেপ্টেম্বরে তার শ্যালিকার বাড়ি থেকে মিয়ানমারের নগদ অর্থও মিলেছিল। পরে আজ ভোরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version