Site icon Jamuna Television

অ্যামাজনের বিরুদ্ধে অনলাইনে গাঁজা বিক্রির অভিযোগ

ছবি: সংগৃহীত।

অনলাইনে গাঁজা বিক্রির অভিযোগ উঠেছে জনপ্রিয় ই-কমার্স সাইট অ্যামাজনের বিরুদ্ধে। ভারতে ইতোমধ্যে অ্যামাজনের কর্মকর্তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে জানা যায়, গত ১৪ নভেম্বর সেন্ট্রাল মধ্যপ্রদেশ থেকে ২০ কেজি গাঁজাসহ দু’জনকে গ্রেফতার করে পুলিশ। অ্যামাজন ইন্ডিয়া ওয়েবসাইট থেকে অভিযুক্তরা গাঁজা অর্ডার করেছিল। পরবর্তীতে যা খোলা বাজারে বিক্রির পরিকল্পনা করছিল তারা।

মধ্যপ্রদেশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স আইনের আওতায় অভিযোগ তোলা হয়েছে অ্যামাজন ইন্ডিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টরদের বিরুদ্ধে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করলে জবাবে অসঙ্গতি ছিল বলেই জানা গেছে। এমনকি সত্যিটা ঢাকতে তারা একই প্রশ্নের ভিন্ন উত্তর দিয়েছিলেন। এ কারণেই তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়।

বিষয়টি সামনে আসার পর প্রথমে অ্যামাজন কর্মকর্তাদেরকে তলব করে পুলিশ জানতে পেরেছিল, জনপ্রিয় এই ই-কমার্স সাইট থেকে অন্তত এক হাজার কেজি মাদক বিক্রি হয়েছে। যার মূল্য আনুমানিক ১ লক্ষ ৪৮ হাজার ডলার!

Exit mobile version