Site icon Jamuna Television

সব দলের অংশগ্রহণে নির্বাচন চান মান্না

সব দলের ঐক্যমতের ভিত্তিতে অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। দ্রুত সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকার ও নির্বাচন কমিশনকে আরো উদ্যোগী হওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানবন্ধনে তিনি বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে সর্বোচ্চ আদালতের রায়ে প্রমাণিত হয়েছে বর্তমান সরকার অকার্যকর সরকার। আর এই সরকারের ব্যর্থতার কারণেই দেশে অপরাধ-অপকর্ম বেড়ে গেছে।

বর্তমানে ধর্ষণের ঘটনা মহামারি আকারে বেড়ে যাওয়ার জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করে মান্না বলেন, এসব ঘটনার দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্বাচন নিয়ে উচ্চ আদালতের দেয়া নির্দেশনাও সরকারের জন্য কলঙ্কজনক বলে মন্তব্য করেন সাবেক এই আওয়ামী লীগ নেতা।

/কিউএস/এফআর

Exit mobile version