Site icon Jamuna Television

উত্তপ্ত শার্শা, ভোট নিয়ে ক্রমেই বাড়ছে উত্তেজনা

তৃতীয় ধাপের ভোট ঘিরে অশান্ত বেনাপোলের সীমান্তবর্তী শার্শা উপজেলার তিনটি ইউনিয়ন। থামছে না পাল্টাপাল্টি হামলা-ভাঙচুর। ইতোমধ্যে নিহেও হয়েছে একজন। এমন পরিস্থিতিতে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় ভোটাররা। পুলিশ বলছে, সহিংসতায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে।

শার্শায় তৃতীয় ধাপে ১০ ইউনিয়নে অনুষ্ঠিত হবে ভোট। এর মধ্যে বাগআচড়া, পুটখালি ও গোগা ইউনিয়ন সহিংসতার জন্য ঝুঁকিপূর্ণ। ভোটের সময় যতো ঘনিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা। থামছে না প্রার্থীদের পাল্টাপাল্টি হামলা-সংঘর্ষের ঘটনা। বাগআচরায় ঝড়েছে বিদ্রোহী প্রার্থীর এক সমর্থকের প্রাণ। গোগায় তো রীতিমতো অস্ত্রের ঝনঝনানি। গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সাথে লড়ছে দুইজন। তারাও স্বতন্ত্র প্রার্থীর অনুসারী। এসব ঘটনার জন্য পরস্পরের ওপর দায় চাপাচ্ছে নৌকার মনোনয়ন পাওয়া আর বঞ্চিতরা।

সবমিলিয়ে অশান্ত ভোটের পরিবেশ। উৎসবের বদলে জনমনে বাড়ছে উদ্বেগ আর আতঙ্ক। সুষ্ঠু ভোট নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলামের দাবি, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সহিংসতায় জড়িতদের আনা হচ্ছে আইনের আওতায়। ভোট নির্বিঘ্নে নেয়া হয়েছে সবধরনের প্রস্তুতি।

শার্শার ঝুঁকিপূর্ণ এই তিন ইউনিয়নে মোট ভোটার ৭৩ হাজার ৬৮৫ জন।

Exit mobile version