Site icon Jamuna Television

ফিরছিলেন শ্যালিকার বাড়ি থেকে, মাথায় বন্দুক ঠেকিয়ে তুলে নিয়ে বিয়ে (ভিডিও)

ছবি: সংগৃহীত

শ্যালিকার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন, ফেরার পথে রাস্তা থেকে যুবককে তুলে নিয়ে গিয়ে জোর করে বিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। তার নামম নীতীশ কুমার। ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের নালন্দা জেলার মানপুর থানার পারোহি গ্রামে। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, এই জেলাতেই মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাড়ি। ঘটনাচক্রে যে ব্যক্তিকে জোর করে বিয়ে দেয়ার অভিযোগ উঠেছে তার নামও নীতীশ কুমার। তিনি ধানুকি গ্রামের বাসিন্দা।

গত ১১ নভেম্বর সারবাহড়ি গ্রামে শ্যালিকার বাড়িতে গিয়েছিলেন নীতীশ। সেখান থেকে ফেরার পথে পারোহি গ্রামে এক দল লোক তাকে ঘিরে ধরেন। তারপর নীতীশের মাথায় বন্দুক ঠেকিয়ে নিয়ে যাওয়া হয়। কেনো তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে প্রথমে বিষয়টি বুঝতে পারেননি নীতীশ। কিন্তু বিয়ের মণ্ডপে পৌঁছাতেই তার সন্দেহ হয়। এরপর জোর করে বিয়ের পিঁড়িতে বসানো হয় তাকে।

নীতীশের অভিযোগ করেন, আপত্তি জানালে বেধড়ক মারধর করা হয় তাকে। সারা রাত ধরে আটকে রাখা হয় বলে জানান তিনি। কোনো রকমে সেখান থেকে পালিয়ে থানায় হাজির হন নীতীশ। একটি অভিযোগও দায়ের করেছেন তিনি।

মানপুর থানার এসএইচও জীতেন্দ্র কুমার জানান, ঘটনা সম্পর্কে শুনেছি। তদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে। ইতোমধ্যেই নীতীশকে জোর করে বিয়ে দেয়ার সেই ভিডিও ভাইরাল হয়েছে।

ইউএইচ/

Exit mobile version