Site icon Jamuna Television

সুদানের প্রধানমন্ত্রীকে আবার ক্ষমতায় বসালো সেনাবাহিনী

সুদানে উৎখাত হওয়া প্রধানমন্ত্রী আবদাল্লাহ্ হামদককে পুনরায় ক্ষমতায় ফেরালো সেনাবাহিনী। রোববার (২১ নভেম্বর) রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত অনুষ্ঠানে সামরিক নেতাদের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেন তিনি।

সেখানে রাজবন্দিদের মুক্তির পাশাপাশি আমলাদের মাধ্যমে মন্ত্রিসভা গঠনের কথা বলা হয়েছে। এসময় দেশে চলমান বিক্ষোভ সহিংসতার অবসান ঘটানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। অবশ্য সুদানের প্রধান বিরোধী জোট এএফসির একাংশ হামদককে ফিরিয়ে আনার চুক্তি প্রত্যাখান করেছে। তাদের দাবি, অস্ত্রের মুখে তাকে রাজি করানো হয়েছে। বিক্ষুব্ধ সুদানিরাও বলছেন, তারা আন্দোলনের পথ ছাড়বেন না। এ নিয়ে রোববারও সহিংসতায় প্রাণ হারায় এক কিশোর।

গেলো ২৫ অক্টোবর অভ্যুত্থানের মাধ্যমে সুদানের নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। গৃহবন্দি করে প্রধানমন্ত্রীসহ শীর্ষ রাজনীতিকদের। অভ্যুত্থান বিরোধী আন্দোলনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪০ জন।

Exit mobile version