Site icon Jamuna Television

তৃণমূলে যোগ দিলেন বিষপান করে আত্মহত্যার চেষ্টা করা ভারতের সেই পাঁচ শিক্ষিকা

ছবি: সংগৃহীত

ভারতে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে মাস তিনেক আগে অনেকের মতোই প্রতিবাদে মুখর হয়েছিলেন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পাঁচ শিক্ষিকা। এমনকি বিক্ষোভের সময় বিষপান করে আত্মহত্যার চেষ্টাও করেছিলেন তারা। রোববার তৃণমূলে যোগ দিলেন ওই পাঁচ জন। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে একটি প্রেক্ষাগৃহে দলীয় সভায় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী। ওই শিক্ষিকাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের তৃণমূলে স্বাগত জানান ব্রাত্য।

প্রসঙ্গত, বদলির প্রতিবাদে গত ২৪ আগস্ট সল্টলেকের বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন পুতুল জানা মণ্ডল, অনিমা নাগ, ছবি চাকী দাস, শিখা দাস এবং জ্যোৎস্না টুডু নামে পাঁচ শিক্ষিকা। তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলাও রুজু করে পুলিশ। সে সময় গোটা ঘটনায় তোলপাড় হয় রাজ্য রাজনীতি। তবে রোববার শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সম্পাদক মইদুল ইসলামের নেতৃত্বে সেই শিক্ষিকারা তৃণমূলে যোগ দেন।

ইউএইচ/

Exit mobile version