Site icon Jamuna Television

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির দেশব্যাপী সমাবেশ

গুরুতর অসুস্থ বিএনপির দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসা নিশ্চিতের দাবিতে রাজধানীসহ সব জেলা ও মহানগরে সমাবেশ করছে বিএনপি।

সোমবার (২২ নভেম্বর) সকালেই বিএনপির এ কর্মসূচি শুরু হয়েছে। বেগম জিয়ার মুক্তি ও বিদেশ যাওয়ার অনুমতির জন্য এই কর্মসূচি পালন করছেন দলটির সব পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশে বেগম জিয়ার জামিন দাবি করা হচ্ছে। চেয়ারপারাসনের মুক্তির দাবিতে বিএনপির গণঅনশনের পরই তারা এই কর্মসূচি ঘোষণা করেছে।

প্রেসক্লাবের সামনে আয়োজিত এই সমাবেেশ বলা হচ্ছে, তাদের দাবি পূরণ না হলে সরকারের প্রতি অনাস্থা ঘোষণার পাশাপাশি ধারাবাহিকভাবে সমাবেশ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। তার পরও দাবি মানা না হলে আন্দোলনে সরকার পতনের আন্দোলনের রূপ নেবে বলেও ঘোষণা দেয়া হয়। সরকার রাজনৈতিক কারণে সম্পূর্ণ প্রতিহিংসাবশত বেগম জিয়াকে আটকে রেখেছ বলেও সমাবেশে বক্তারা অভিযোগ করেন।

প্রেসক্লাব এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে। সমাবেশে সারাদেশ থেকে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসেছেন। বিপুল জনসমাগম হলেও পুরো এলাকায় শৃঙ্খলারক্ষীবাহিনী মোতায়েন আছে। প্রেসক্লাবের পাশের রাস্তায় এখনও যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে দেয়া গেছে।

Exit mobile version